Translate

রবিবার, ১০ মে, ২০২০

সাভারে দেওয়ানবাগী হুজুরের পক্ষ থেকে ত্রাণ বিতরণ


করোনা ভাইরাসের প্রভাবে বর্তমান লকডাউন পরিস্থিতিতে সূফী সম্রাট দেওয়ানবাগী হুজুরের পক্ষ থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা ও থানা পর্যায়ে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে।

এরই ধারাবাহিকতায় ৯ মে ২০২০ শনিবার সাভার থানার কর্ণপাড়া এলাকায় মোট ৮০ জন নিম্ন আয়ের মানুষের মাঝে চাল, আলু সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণ করা হয়।

এছাড়াও করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতার জন্য পরামর্শ প্রদান করা হয়।

উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রমের নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধান করেছেন, ফারইষ্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক, দেওয়ানবাগ শরীফের পরিচালক, সমন্বয়ক ও সমস্যার ফয়সালাকারী, মেজো সাহেবজাদা ইমাম ড. আরসাম কুদরত এ খোদা (মাঃ আঃ) হুজুর।

উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন- বিশিষ্ট সমাজসেবক এ আর আঃ মান্নান, এ আর হাবিব তালুকদার, এ আর বাবুল, এ আর শাহীন, এ আর দিদার সহ আরো অনেকে।

উল্লেখ্য যে দেওয়ানবাগী হুজুরের পক্ষ থেকে সাভার পৌর এলাকায় করোনা পরিস্থিতিতে এ নিয়ে মোট ৫ দফা ত্রাণ বিতরণ করা হলো।

বিঃ দ্রঃ পোস্টের উদ্দেশ্য মানুষকে মানবিক সহায়তায় উদ্ধুদ্ধ করা।