Translate

বুধবার, ২২ এপ্রিল, ২০২০

আজ ২৩ এপ্রিল বৃহস্পতিবার বাংলাদেশে রমজানের চাঁদের জন্ম হয়েছে!


আলহামদুলিল্লাহ! আজ ২৩ এপ্রিল ২০২০ রমজানের চাঁদের জন্ম হয়েছে। উপগ্রহের ছবি নতুন চাঁদের পরিমাণ লক্ষ্য করা যাচ্ছে। এই চাঁদ দেখেই সারাবিশ্বের মানুষ আগামীকাল শুক্রবার ২৪ এপ্রিল ২০২০ রোজা পালন করবে। তবে আফসোস বাংলাদেশ সরকার এখনও সিদ্ধান্তে উপনীত হতে পারেনি, তারা বরাবরের মতো একদিন পর অর্থাৎ শনিবার ২৫ এপ্রিল ২০২০ হতে রোজা পালন করবে। তার ফলে এবার দেশের মানুষ আবারও হারাম দিয়ে শুরু করবে। কেননা রোজার দিনে পানাহার করা হারাম। বিশ্বে সকল মুসলিম যখন রোজা পালন করবে আমরা তখন খানায় মগ্ন থাকব। হায়রে জাতি কবে বোধদয় হবে। অপেক্ষায় রইলাম তবু, কেননা যুগের ইমাম বলেছেন, আজ হোক কাল হোক একদিন সারাবিশ্বেই ঈদ উৎযাপিত হবে। সেদিন আর বেশি দূরে নয়। মহান দয়াময় দ্রুত এ সমস্যার ফয়সালা করে দিক, আমিন।

নতুন চাঁদের বর্তমান পরিমাণ জানতে ক্লিক করুন https://www.timeanddate.com/moon/phases/

৪টি মন্তব্য: