Translate

শনিবার, ৩০ জুলাই, ২০২২

ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা (মা. আ.) হুজুরের আগমন উপলক্ষে বাবে বরকতে আশেকে রাসূল (সা.) সম্মেলন অনুষ্ঠিত হয়।

 


গত ২৮ জুলাই ২০২২ রোজ বৃহস্পতিবার ঢাকার অদূরে ময়মনসিংহের ত্রিশাল উপজেলাধীন আমিরাবাড়ি ইউনিয়নের কাশিগঞ্জ বাজার সংলগ্ন অবস্থিত বাবে বরকত দেওয়ানবাগ শরীফে আল্লাহর মহান বন্ধু, আম্বিয়ায়ে কেরামগণের বেলায়েত লাভকারী, মোহাম্মদী ইসলামের পুনর্জীবনদানকারী, আল্লাহর দেয়া পুরস্কারঃ পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগীর জীবন্ত প্রতিচ্ছবি, সূফী সম্রাট হযরত মাহবুব এ খোদা (রহ.) এর সুযোগ্য উত্তরসূরী, মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব, সীরাজুম মুনিরার ধারক, দেওয়ানবাগ শরীফের পরিচালক, সমন্বয়ক ও সমস্যার ফয়সালাকারী, মহান রাব্বুল আলামিনের নিকট হতে ধর্ম পরিচালনার দায়িত্ব লাভকারী, সূফী সম্রাট কর্তৃক অসিয়তকৃত মহামানব ইমাম প্রফেসর ড. আরসাম কুদরত এ খোদা (মা.আ.) হুজুর কেবলাজানের আগমনের সংবাদ পেয়ে বৃহস্পতিবার দুপুর থেকেই তাকে একনজর দেখার জন্য পাশ্ববর্তী জেলা থেকে হাজার হাজার আশেকে রাসূলগন এসে ভীড় জমান। যা পরবর্তীতে ২৯ জুলাই ২০২২ শুক্রবার আশেকে রাসূল (সা.) সম্মেলনে রূপান্তরিত হয়ে যায়। 


এমতাবস্থায় ইমাম প্রফেসর ড. আরসাম কুদরত এ খোদা (মা. আ.) হুজুর কেবলাজান সবাইকে নিয়ে জামায়াতে জুমার নামাজ আদায় করার পর সবার উদ্দেশ্যে মূল্যবান বাণী মোবারক রাখেন। এরপর তিনি আখেরি মোনাজাত করে অনুষ্ঠান সমাপ্ত করে সবাইকে তাবারুক খাইয়ে বিদায় দেন। 


উল্লেখ্য যে, ইমাম প্রফেসর ড. আরসাম কুদরত এ খোদা (মা.আ.) হুজুর মোহাম্মদী ইসলাম বিশ্বময় প্রচারের জন্য বেশ কয়েক মাস প্রবাসে অবস্থান করেন। আর এতে দীর্ঘদিন আশেকে রাসূলেরা তাদের প্রাণপ্রিয় মহামানবকে সামনাসামনি দেখা থেকে বঞ্চিত হচ্ছিল। সম্প্রতি তিনি দেশে ফেরায় তাকে একনজর দেখার জন্য বাবে বরকতে আশেকেদের উপস্থিতিতে এহেন মিলনমেলা সহসা আশেকে রাসূল (সা.) সম্মেলনে রূপ নেয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন