Translate

বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৯

১০ কেজি চাল ও ৩ কেজি মাংসের তাবারুক আটশ মানুষ জন্য পর্যাপ্ত হলো


আশেকে রাসূল মোহন আলী মামুন, কুষ্টিয়ার অধিবাসী। বর্তমানে ঢাকাস্থ উত্তরার দলিপাড়ায় বসবাস করে।ঘটনাটি ২০১১ সালের ৫ মে'র। দলিপাড়া বাজারে আশেকে রাসূল সঃ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ মহতি অনুষ্ঠানে ২৫০ জন লোকের তাবারুকের আয়োজন করা হয়।
রান্না করা তাবারুক প্যাকেট করলে উপস্থিত লোকজনের সংখ্যা ও প্যাকেট সমান সমানই ছিল। কিন্তু যখন বিদ্যুৎ চলে গেল, ততখনই সমস্যা হলো, মাহফিলের চারপাশে অসংখ্য শপিং কমপ্লেক্স, কলে-কারখানা সহ অসংখ্য আবাসিক এলাকা রয়েছে। বিদ্যুৎ চলে যাওয়ায় জেনারেটরের আলোকিত প্যান্ডেেলে অসংখ্য মানুষ এসে পড়ে। হিসাব করে দেখা যায় নতুন করে প্রায় ৮০০ মানুষ এসেছে। তখন তাবারুক রান্নার জন্য মাত্র ১০ কেজি চাল ও ৩ কেজি মাংস ছিল। তখন তাই রান্না করা হলো। অতঃপর সূসূফী সম্রাট হযরত দেওয়ানবাগী মাঃ আঃ হুজুর কেবলাজানের উসিলা ধরে খাবারে বরকতের জন্য আজিজি করা হয়। তখন অবিশাস্য হলেও সত্য যে, খাবারে এতই বরকত হয় উপস্থিত আটশ লোকের সবাই তাবারুক পায়। ঐদিন মহান রাব্বুল আলামীনের অপার দয়ায় একজন লোকও না খেয়ে বাড়ি যায়নি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন