Translate

বৃহস্পতিবার, ১০ জানুয়ারী, ২০১৯

হযরত রাসূল (স) এর স্ত্রী হযরত হাফসা (রাঃ) এর পরিচিতি।


হযরত হাফসা (রাঃ) আনুমানিক ৬০৫ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি হযরত ওমর ফারুক (রাঃ) - এর কন্যা ছিলেন। হাফসার খুনাইস (রাঃ) এর সাথে বিয়ে হয়। তার স্বামী বদরের ও ওহুদের যুদ্ধে যােগদান করেন। ওহুদের যুদ্ধে আহত হয়ে পরে ইন্তেকাল করেন। স্বামীর মৃত্যুর বেশকিছু দিন অতিক্রম হওয়ার পর পিতা হযরত ওমর (রাঃ) আবু বকর (রাঃ) - এর নিকট হাফসার বিয়ের প্রস্তাব পেশ করেন। তিনি নীরব থাকেন। হ্যা অথবা না কোন উত্তরই তিনি করেননি। এতে হযরত ওমর (রাঃ) খুবই মনক্ষুন্ন হন। হযরত ওমর (রাঃ) তারপর হযরত ওসমান গনী (রাঃ) - এর কাছেও প্রস্তাব পেশ করেন। তিনি বলেন, এ সময় বিয়ের ব্যাপারে আমার কোন চিন্তা - ভাবনা নেই। এ সময় হযরত ওসমান (রাঃ) - এর স্ত্রী রুকাইয়া ইন্তেকাল করেন। ওসমানের উত্তরেও ওমর (রাঃ) বিশেষভাবে মর্মাহত হন। তারপর ওমর (রাঃ) নবী করীম (সঃ) - এর দরবারে গিয়ে হযরত আবুবকর (রাঃ) - এর নীরবতা ও হযরত ওসমান (রাঃ) - এর অস্বীকৃতির কথা অবহিত করেন। হযরত মুহাম্মদ (সঃ) হযরত ওমর (রাঃ) - কে সান্ত্বনা দিয়ে বলেন, “ হাফসাকে ওসমানের তুলনায় উত্তম ব্যক্তি বিবাহ করবে আর ওসমান হাফসার চেয়ে উত্তম মহিলাকে বিবাহ করবে।” বাস্তবেও তাই ঘটেছে। নবী তনয়া উম্মে কুলসুমকে ওসমানের কাছে বিবাহ দেন। আর ওসমানের বিশেষ অনুরােধে হযরত রাসূল (সঃ) হাফসাকে বিয়ে করেন। উম্মুল মুমীনিন হাফসা (রাঃ) হিজরি ৪৫ সালের শাবান মাসে হাফসা মারা যান। তাকে জান্নাতুল বাকীতে দাফন করা হয়।

সৌদি সরকার মাজার ভেঙে দেয়ার পর হযরত হাফসার রওজা শরীফ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন