Translate

শুক্রবার, ১৮ জানুয়ারী, ২০১৯

মহান মোর্শেদ খুশি হওয়ায়- সাড়ে ৪ হাজার টাকা ব্যয় করে সাড়ে ২২ হাজার টাকা পেলেন।


আশেকে রাসূল ড. মাসুদ রানা, ঢাকাস্থ বাড্ডা এলাকার অধিবাসী। তিনি তার ১ম বিবাহ বার্ষিকী উপলক্ষে আল্লাহ ও আল্লাহর বন্ধুর দয়া লাভের আশায় তার বাসায় মােহাম্মদী ইসলামের মিলাদ শরীফের আয়ােজন করেন। সে লক্ষ্যে ২০১২ সালে তার প্রথম বিবাহ বার্ষিকীতে আরামবাগের ভাড়া বাসায় আত্মীয় - স্বজনকে দাওয়াত দেয়। সাথে সাথে তার মহান মাের্শেদ যুগের ইমাম সূফী সম্রাট হযরত দেওয়ানবাগী (মাঃ আঃ) হুজুর কেবলাজানকে আপ্যায়ন করার সিদ্ধান্ত গ্রহণ করেন। তাই তিনি সাড়ে চার হাজার টাকার বাজার করেন এবং বেশ কয়েকটি পদের রান্না করেন এবং দুপুর বেলায় মহান মাের্শেদের বাসা মােবারকে খাবার পৌছিয়ে দেন। অতঃপর বাদ মাগরিব বাসায় মােহাম্মদী ইসলামের নিয়ম অনুযায়ী আশেকে রাসূল (সঃ) মিলাদ মাহফিলের আয়ােজন করেন। তার এ উদ্যোগে মাের্শেদ কেবলা খুশি হন। আর সেই দিনই তিনি আল্লাহর রহমত ও বরকত লাভ করেন। ফলে সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে মিলাদ মাহফিলে অংশগ্রহণকারী আত্মীয় মুরুব্বীরা তাকে উপহারস্বরূপ আঠারো হাজার টাকা বখশিশ দেন। এছাড়াও একটি ব্যবসার লভ্যাংশ হিসেবে আরাে সাড়ে চার হাজার টাকা পেয়ে যায়, যা পাওয়ার কোন সম্ভাবনাই ছিল না। এভাবেই মহান রাব্বুল করেন আলামীন তার অলী - বন্ধুর বাসায় খাবার করেন পাঠানাের বরকত সাথে সাথে তাকে প্রদান করেন। আর তিনি যা খরচ করেছিলেন তার পাঁচগুণ বরকত পেয়েছেন।

৩টি মন্তব্য: