Translate

মঙ্গলবার, ২২ জানুয়ারী, ২০১৯

হযরত রাসূল (সঃ) এর পুত্র- হযরত ইব্রাহীম (রাঃ) এর সম্পর্কে কিছু কথাঃ


হযরত ইব্রাহীম (রাঃ) হযরত ইব্রাহীম (রাঃ) অষ্টম হিজরির যিলহজ্জ মাসে হযরত মারিয়া কিবরিয়া (রাঃ) - এর গর্ভে জন্মগ্রহণ করেন। মদীনা মুনাওয়ারার আলিয়া নামক স্থানে হযরত রাসূল (সঃ) হযরত মারিয়া (রাঃ) - এর জন্য বাসস্থান নির্মাণ করেছিলেন সেখানেই তার জন্ম হয়। এই জন্য আলিয়া মহল্লাটি মাশরবায়ে ইব্রাহীম নামে প্রসিদ্ধি লাভ করে। হযরত ইব্রাহীম (রাঃ) হযরত রাসূল (সঃ) - এর সর্বকনিষ্ঠ পুত্র সালমা নামক ধাত্রী সূতিকা গৃহে নবজাত ইব্রাহিম (রাঃ) - এর পরিচর্যা করেন এবং তার স্বামী আবু রাফি হযরত রাসূল (সঃ) - এর নিকট এই সুসংবাদ পৌছান। এই সংবাদে সন্তুষ্ট হয়ে হযরত রাসূল (সঃ) আবু রাফিকে একটি গােলাম দান করেন। সপ্তম দিবসে হযরত রাসূল (সঃ) - এর তার আকীকানুষ্ঠান সম্পন্ন করলেন। তার মাথার চুল কেটে চুলের সমপরিমাণ রূপা দান করেছিলেন।হযরত রাসূল (সঃ) - এর ভক্তিভাজন পূর্বপুরুষ হযরত ইব্রাহীম (রাঃ) - এর নামানুসারে তার নাম রাখলেন ইব্রাহীম। অতঃপর তাকে দুগ্ধ পান করানাের জন্য উম্মু বুর্দা আনুসারিয়াকে ধাত্রী নিযুক্ত করলেন এবং পারিশ্রমিক স্বরূপ তাঁকে এক কিত্তা খেজুর - বাগান দান করলেন। উম্মু বুৰ্দার ঘরেই হযরত ইব্রাহীম (রাঃ) - এর ইন্তেকাল হয়। সংবাদ পেয়ে হযরত রাসূল (সঃ) হযরত আবদুর রহমান ইবন আওফ (রাঃ) - কে সঙ্গে নিয়ে উম্মু বুৰ্দার বাড়ীতে গেলেন। তিনি গিয়ে দেখতে পেলেন, প্রাণ - প্রতীম ইব্রাহীম (রাঃ) অন্তিম অবস্থায় আছেন, যেন পিতার নিকট হতে শেষ বিদায় গ্রহণের অপেক্ষা করছেন। তিনি তাকে তুলে কোলে নিলেন। তার পবিত্র নয়নযুগল হতে দরদর করে অশ্রুজল প্রবাহিত হতে লাগল। হযরত আবদুর রহমান ইবনে আওফ (রাঃ) বললেন - হুজুর , আপনারও এ - অবস্থা? তিনি বললেন, ইহা রহমত। তিনি আরও বললেন - “ হে প্রিয় ইব্রাহীম, তােমার কারণে আমরা চিন্তিত, নয়নে অশ্রু, অন্তরে দুঃখ, কিন্তু আমরা এমন কোন কথা বলব না যা আল্লাহর নিকট অপছন্দনীয় "। হযরত ইব্ন আবু আওফ (রাঃ) বলেন, তিনি (হযরত ইব্রাহীম) শৈশবেই পরলােক গমন করেছেন।

হযরত মুহাম্মদ (সঃ) ৩ পুত্র ও ৪ কন্যা সন্তানের জনক ছিলেন। তাঁর পুত্রগণ ছিলেন -
১ । হযরত কাশেম (রাঃ),
২ । হযরত আবদুল্লাহ (রাঃ) ওরফে তাহের (রাঃ) ওরফে তৌয়ব (রাঃ) এবং
৩ । হযরত ইব্রাহীম (রাঃ) ।

আর কন্যাগণ ছিলেন-
১ । হযরত জয়নব (রাঃ),
২ । হযরত রােকেয়া (রাঃ),
৩ । হযরত উম্মে কুলসুম (রাঃ) এবং
৪ । হযরত ফাতেমা (রাঃ) ।

হযরত রাসূল (সঃ) - এর পুত্রগণ শৈশবকালেই ইন্তেকাল করেন। ফলে তাদের সম্মন্ধে খুব বেশি তথ্য জানা যায়নি। তাছাড়া তাদের সংখ্যা নিয়েও মতভেদ রয়েছে। হযরত রাসূল (সঃ) - এর তিন পুত্র ছিল। তাঁর দ্বিতীয় পুত্র হযরত আব্দুল্লাহ (রাঃ) - এর উপাধি ছিল ' তাহের ' এবং ' তেীয়ব '। এ কারণে কেউ কেউ বলেন হযরত রাসূল (সঃ) - এর চার পুত্র ছিল। পক্ষান্তরে হযরত রাসূল (সঃ) - এর কন্যাগণ ইসলামী যুগ দেখতে পেয়েছেন এবং মদীনায় হিজরতে অংশ নিয়েছেন। এ কারণে কন্যাদের সম্পর্কে কোন মতভেদ নেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন