Translate

বৃহস্পতিবার, ১০ জানুয়ারী, ২০১৯

হযরত রাসূল (স) এর স্ত্রী হযরত সাওদা (রাঃ) এর পরিচিতি।


হযরত সাওদা (রাঃ) - এর প্রথম বিবাহ হয় তার চাচাত ভাই সাকরান ইবনে আমর - এর সাথে। সাকলান এবং সাওদা একই সাথে ইসলাম গ্রহণ করেন এবং হাবশায় হিজরত করেন। সাকরান আবিসিনিয়া থেকে মক্কায় এলে সাওদাও তার সাথে ছিলেন। মক্কায় পৌছানাের পর স্বামী সাকরান ইন্তেকাল করেন। ইন্তেকালের পর বিবি সাওদা একাকী জীবনযাপন করেন। তিনি ছিলেন বুদ্ধিমতী ও ধৈর্যশীল মহিলা। বার্ধক্যের কারণে তার লাবণ্য ছিল না। এমন অসহায় ও নিরাশ্রয় দুঃখিনীকে কেউ জীবনসঙ্গিনী হিসেবে গ্রহণ করবে এ কথা বিবি সাওদা কখনাে বলতে সাহস পেলাে না। এদিকে উম্মুল মুমিনীন বিবি খাদীজাতুল কোবরা (রাঃ) - এর ওফাতের পর মহানবী (সঃ) তার বিচ্ছেদ - বেদনায় ছিলেন কাতর। এ অবস্থায় তিনি একাকী জীবনযাপন করতে লাগলেন। বড় দুই কন্যা স্বামীর ঘরে, ছােট মেয়ে হযরত ফাতিমা (রাঃ) অসহায় অবস্থায় ঘুরে বেড়ায়। হযরত মুহাম্মদ (সঃ) সংসার পরিচালনায় খুবই পেরেশানি অনুভব করতে লাগলেন। তখন খাওলা বিনতে হাকীম (ওসমান ইবনে মাযউনের স্ত্রী) সর্ব প্রথম হযরত মুহাম্মদ (সঃ) - এর অবস্থা অনুধাবন করেন সাওদা (রাঃ) - কে বিবাহের প্রস্তাব দিলেন। অতঃপর হযরত রাসূল (সঃ) নবুয়তের দশম বছর তাকে বিয়ে করেন। তিনি ৬৭৪ খ্রিস্টাব্দে ওফাত লাভ করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন