Translate

বুধবার, ৯ জানুয়ারী, ২০১৯

হযরত রাসূল (স) এর স্ত্রীর হযরত খাদীজা (রাঃ) এর পরিচিতি।


হযরত খাদীজা (রাঃ) ৫৫৫ খ্রিস্টাব্দে মক্কায় (হেজাজ) জন্মগ্রহণ করেন।তার পিতার নাম খুওয়াইলিদ বিন আসাদ ও মাতার নাম ফাতেমা বিনতে জায়দা। হযরত রাসূল (সঃ) এর প্রথম স্ত্রী তিনি। বিবাহের সময় হযরত রাসূল (সঃ)- এর বয়স ছিল ২৫ বছর ও হযরত খাদীজা (রাঃ) - এর বয়স ছিল ৪০ বছর।বিবাহের অনুষ্ঠানে তার সমস্ত সম্পদ রাসূল (সঃ) এর নিকট উৎসর্গ করেন। হযরত রাসূল (সঃ) - এর সাথে বিয়ের পূর্বে হযরত খাদীজা (রাঃ) - এর আরও দু'বার বিয়ে হয়েছিল। তার উভয় স্বামী বিয়ের অল্পকাল পরেই ইন্তেকাল করেন। হযরত খাদীজা (রাঃ) জীবিত থাকা পর্যন্ত হযরত রাসূল (সঃ) অন্য কোন বিবাহ করেননি। হযরত রাসূল (সঃ) তাঁর যৌবনের পুরাে সময়টাই হযরত খাদীজা (রাঃ) - কে নিয়ে সুখে শান্তিতে অতিবাহিত করেন। হযরত খাদীজা (রাঃ) - এর গর্ভে হযরত রাসূল (সঃ) - এর ঔরসে চার কন্যা ও ২ পুত্র জন্মগ্রহণ করেন। পুত্রদ্বয় শিশুকালেই ইন্তেকাল করেন। কন্যা হযরত ফাতেমা (রাঃ) হতেই হযরত রাসূল (সঃ) - এর বংশধারা জারি রয়েছে।

হযরত খাদীজা (রাঃ) ১০ রমজান ৬১৯ খ্রিস্টাব্দে ওফাত লাভ করেন। তার রওজা শরীফ জান্নাতুল মুয়াল্লায় অবস্থিত।

হযরত খাদীজা (রাঃ) এর রওজা শরীফ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন