Translate

সোমবার, ১৪ জানুয়ারী, ২০১৯

হযরত রাসূল (সঃ) এর স্ত্রী হযরত রায়হানা বিনতে শামাউন (রাঃ) এর পরিচিতি।


হযরত রায়হানা (রাঃ) - এর পিতার নাম ছিল শামাউন। শামাউনের বিধবা কন্যা হযরত রায়হান (রাঃ) - কে দস্যুগণ অপহরণ করে দাসীরূপে বিক্রি করে। ইসকান্দারিয়ার শাসনকর্তা মুকাউকিস তাঁকে দাসী হিসেবে কিনে নিল এবং হযরত রাসূল (সঃ) - এর নিকট উপঢৌকন হিসেবে প্রেরণ করেন। কোন কোন গ্রন্থকার উল্লেখ করা হয়েছে হযরত রাসূল (সঃ) তাকে সহধর্মিণী করে নিয়েছিলেন। কিন্তু অধিকাংশ ঐতিহাসিক ও জীবনী লেখকের অভিমত এই যে, হযরত রাসূল (সঃ) তাঁকে বিয়ে করেননি, দাসী হিসেবেই রেখেছিলেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন