Translate

মঙ্গলবার, ২২ জানুয়ারী, ২০১৯

হযরত রাসূল (সঃ) এর পুত্র- হযরত আবদুল্লাহ (রাঃ) এর সম্পর্কে কিছু কথাঃ

হযরত আবদুল্লাহ (রাঃ) ঃ হযরত আবদুল্লাহ (রাঃ) - এর উপাধি ছিল তৌয়ব ও তাহির হযরত রাসূল (সঃ) এর নবুওয়ত লাভের পর তার জন্ম হয় এবং শৈশবেই তিনি পরলােক গমন করেন। তাঁর মৃত্যু সম্পর্কেই সূরা আল কাওছার অবতীর্ণ হয়। হযরত আবদুল্লাহ (রাঃ) - এর ইন্তেকালের পর তার স্থলাভিষিক্ত হওয়ার জন্য কেউ থাকবে না ভেবে একদিন আস ইবন ওয়ালি বলল, মুহাম্মদ (সঃ) পুত্রহীন নির্বংশ। তার নাম লওয়ার জন্যও কেহ থাকবে না। তিনি মরে গেলে তার উৎপাত হতে তােমরা শান্তি লাভ করবে। তখনই সূরা কাওসার অবতীর্ণ করে আল্লাহ তায়ালা তার প্রতি উত্তরে বলে দিলেন- নির্বোধ কাফেরগণ বহু পুত্রের পিতা হওয়ার গৌরবে এবং জনবহুল বংশের অহঙ্কারে মত্ত হয়ে রাসূল (সঃ) - কে এসব কথা বলেছিল। যবুর ও কুরআনে আল্লাহ তায়ালা তাঁর সম্বন্ধে কি বলেছেন তা তারা জানত না। পবিত্র যবুরে মুহাম্মদ (সঃ) - এর প্রশংসায় লিখিত হয়েছে, আমি তােমার নাম সমস্ত পুরুষ পরম্পরায় স্মরণ করবাে। এই জাতিরা যুগে যুগে চিরকাল তােমার প্রশংসা করবে। হযরত রাসূল (সঃ) - এর প্রশংসায় যবুরে অন্যত্র আছে- তার নাম অনন্ত কাল থাকবে ; সূর্যের স্থিতি পর্যন্ত তাঁর নাম সতেজ থাকবে , মানুষেরা তাতে আশীর্বাদ পাবে, সমুদয় জাতি তাকে ধন্য ধন্য বলবে। পবিত্র যবুর ও কুরআনের ঘােষণার ফলে আজ বিশ্ব জগতে হযরত রাসূল (সঃ) - এর সুনাম ও সুখ্যাতি সকলের নিকটই প্রিয়। শক্ৰমিত্র নির্বিশেষে সকলেই তার সুখ্যাতি ও যশকীর্তি গাইতে বাধ্য। অসংখ্য মুসলমান অন্তরে বাহিরে, সুখে দুঃখে, আনন্দে-বিপদে সর্বাবস্থায় আজানে, ইকামতে, তাশাহহুদে, নামাজে, কালিমায় সর্বদা তার পবিত্র নাম স্মরণ করে এবং মুগ্ধ প্রাণে তার যশকীর্তি গাইতে থাকে। আর যারা নিজেদের জনবহুল বংশের অহঙ্কারে মত্ত ছিল, আজ কোথায়ও তাদের নাম শুনতে পাওয়া যায় না।

হযরত মুহাম্মদ (সঃ) ৩ পুত্র ও ৪ কন্যা সন্তানের জনক ছিলেন। তাঁর পুত্রগণ ছিলেন -
১ । হযরত কাশেম (রাঃ),
২ । হযরত আবদুল্লাহ (রাঃ) ওরফে তাহের (রাঃ) ওরফে তৌয়ব (রাঃ) এবং
৩ । হযরত ইব্রাহীম (রাঃ) ।

আর কন্যাগণ ছিলেন-
১ । হযরত জয়নব (রাঃ),
২ । হযরত রােকেয়া (রাঃ),
৩ । হযরত উম্মে কুলসুম (রাঃ) এবং
৪ । হযরত ফাতেমা (রাঃ) ।

হযরত রাসূল (সঃ) - এর পুত্রগণ শৈশবকালেই ইন্তেকাল করেন। ফলে তাদের সম্মন্ধে খুব বেশি তথ্য জানা যায়নি। তাছাড়া তাদের সংখ্যা নিয়েও মতভেদ রয়েছে। হযরত রাসূল (সঃ) - এর তিন পুত্র ছিল। তাঁর দ্বিতীয় পুত্র হযরত আব্দুল্লাহ (রাঃ) - এর উপাধি ছিল ' তাহের ' এবং ' তেীয়ব '। এ কারণে কেউ কেউ বলেন হযরত রাসূল (সঃ) - এর চার পুত্র ছিল। পক্ষান্তরে হযরত রাসূল (সঃ) - এর কন্যাগণ ইসলামী যুগ দেখতে পেয়েছেন এবং মদীনায় হিজরতে অংশ নিয়েছেন। এ কারণে কন্যাদের সম্পর্কে কোন মতভেদ নেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন