Translate

শুক্রবার, ১১ জানুয়ারী, ২০১৯

হযরত রাসূল (সঃ) এর স্ত্রী হ‌যরত আয়েশা (রাঃ) এর পরিচিতি।

উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রাঃ) আনুমানিক ৬১৩-১৪ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি হযরত রাসূল (সঃ) এর প্রিয় সাহাবী হযরত আবুবকর (রাঃ) - এর কন্যা। তার মাতার নাম উম্মে রুমান। হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) হযরত রাসূল (সঃ) - এর সাথে রক্তের সম্পর্ক করতে চাইলেন এবং তাঁর কন্যা হযরত আয়েশা সিদ্দীকা (রাঃ) - কে বিবাহের একান্ত অনুরােধ করলেন। হযরত মুহাম্মদ (সঃ) চিন্তিত হয়ে নিরব রইলেন। কারণ হল, হযরত আয়েশা (রাঃ) ৬ বছরের বালিকা মাত্র। তখন হযরত রাসূল (সঃ) স্বপ্নে দেখেন, " একদিন হযরত জিব্রাইল (আঃ) আল্লাহর নির্দেশে এক টুকরাে রেশমী কাপড়ের মধ্যে হযরত আয়েশা (রাঃ) - এর ছবি নিয়ে হযরত (সঃ) - কে দেখিয়ে বললেন, হে আল্লাহর নবী ! এই মহিলাটি আপনার স্ত্রী।” তিরমিযি শরীফের হাদীস মােতাবেক হযরত জিবরাইল (আঃ) হযরত আয়েশা (রাঃ) - কে সবুজ রেশমী কাপড় পরিহিত অবস্থায় নবীজির সামনে পেশ করে বলেন, এ হচ্ছে আপনার পত্নী। তখন হযরত রাসূল (সঃ) আল্লাহ্ পাকের ইচ্ছা এবং হযরত আবুবকর (রাঃ) - এর অনুরােধ মেনে নিয়ে হযরত আয়েশা (রাঃ) - কে বিয়ে করেন। হযরত রাসূল (সঃ) - এর সহধর্মিণীদের মধ্যে একমাত্র হযরত আয়েশা (রাঃ) ছিলেন কুমারী। অন্যান্য সবাই ছিলেন বিধবা। এ বিয়ের সময় হযরত রাসূল (সঃ) - এর বয়স ছিল ৫২ বছর এবং হযরত আয়েশার বয়স ছিল ৬ বছর। হযরত রাসূল (সঃ) হযরত আয়েশা (রাঃ) - কে স্ত্রী হিসেবে অত্যন্ত ভালবাসতেন। বিয়ের পর হযরত আয়েশা (রাঃ) প্রায় তিন বছর পর স্বামীর ঘরে আসেন ।

তিনি ৬৭৮ খৃস্টাব্দে ৬৪ বছর বয়সে মারা যান। উল্লেখ্য যে তিনি মাত্র ৮ বছর হযরত রাসূল (সঃ) এর সংসার করতে পেরেছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন