Translate

বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী, ২০১৯

হযরত রাসূল (সঃ) এর বড় মেয়ে হযরত জয়নাব (রাঃ) এর পরিচিতি।


হযরত জয়নাব (রাঃ)ঃ হযরত রাসূল (সঃ) - এর জ্যেষ্ঠ কন্যা ছিলেন হযরত জয়নাব (রাঃ)। হযরতের বিয়ের পাঁচ বছর পরে, অর্থাৎ তার ত্রিশ বছর বয়সে ৬০০ খ্রিস্টাব্দে হযরত জয়নাব (রাঃ) জন্মগ্রহণ করেন। হযরত জয়নাব (রাঃ) মা খাদিজাতুল কোবরার গর্ভে জন্মগ্রহণ করেন। জয়নাব (রাঃ) বয়ােঃপ্রাপ্ত হলে তার খালাতাে ভাই আবু আস ইবনে রবির সাথে তার বিয়ে হয় । হযরত রাসূল (সঃ) নবুয়ত লাভের পর তিনি ইসলাম গ্রহণ করেন, কিন্তু তার স্বামী আবুল আস ইসলাম ইসলাম গ্রহণ করেননি।
তিনি ৬২৯ খ্রিস্টাব্দে ওফাত লাভ করেন।

উল্লখ্য যে, হযরত মুহাম্মদ (সঃ) ৩ পুত্র ও ৪ কন্যা সন্তানের জনক ছিলেন। তাঁর পুত্রগণ ছিলেন -
১ । হযরত কাশেম (রাঃ),
২ । হযরত আবদুল্লাহ (রাঃ) ওরফে তাহের (রাঃ) ওরফে তৌয়ব (রাঃ) এবং
৩ । হযরত ইব্রাহীম (রাঃ) ।

আর কন্যাগণ ছিলেন-
১ । হযরত জয়নব (রাঃ),
২ । হযরত রােকেয়া (রাঃ),
৩ । হযরত উম্মে কুলসুম (রাঃ) এবং
৪ । হযরত ফাতেমা (রাঃ) ।

হযরত রাসূল (সঃ) - এর পুত্রগণ শৈশবকালেই ইন্তেকাল করেন। ফলে তাদের সম্মন্ধে খুব বেশি তথ্য জানা যায়নি। তাছাড়া তাদের সংখ্যা নিয়েও মতভেদ রয়েছে। হযরত রাসূল (সঃ) - এর তিন পুত্র ছিল। তাঁর দ্বিতীয় পুত্র হযরত আব্দুল্লাহ (রাঃ) - এর উপাধি ছিল ' তাহের ' এবং ' তেীয়ব '। এ কারণে কেউ কেউ বলেন হযরত রাসূল (সঃ) - এর চার পুত্র ছিল। পক্ষান্তরে হযরত রাসূল (সঃ) - এর কন্যাগণ ইসলামী যুগ দেখতে পেয়েছেন এবং মদীনায় হিজরতে অংশ নিয়েছেন। এ কারণে কন্যাদের সম্পর্কে কোন মতভেদ নেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন