Translate

মঙ্গলবার, ২২ জানুয়ারী, ২০১৯

হযরত রাসূল (সঃ) এর পুত্র- হযরত কাসিম (রাঃ) এর সম্পর্কে কিছু কথাঃ

হযরত কাসিম (রাঃ)ঃ হযরত রাসূল (সঃ) - এর প্রথম সন্তান ছিলেন হযরত কাসেম (রাঃ)। হযরতের বিয়ের তিন বছর পর তিনি জন্মগ্রহণ করেন। হযরত কাসিম (রাঃ) দুই বছর বয়সে পরলােক গমন করেন। তাঁর নাম অনুসারেই হযরত রাসূল (সঃ) - কে আবুল কাসিম বা কাসিমের পিতা বলা হতাে। হযরত রাসূল (সঃ) এই শব্দটি খুব ভালবাসতেন। এ জন্যই সাহাবীগণ অতি ভক্তি ও ভালবাসার সাথে তার কথা উল্লেখ করতে আবুল কাসিম (সঃ) বলতেন।

হযরত মুহাম্মদ (সঃ) ৩ পুত্র ও ৪ কন্যা সন্তানের জনক ছিলেন। তাঁর পুত্রগণ ছিলেন -
১ । হযরত কাশেম (রাঃ),
২ । হযরত আবদুল্লাহ (রাঃ) ওরফে তাহের (রাঃ) ওরফে তৌয়ব (রাঃ) এবং
৩ । হযরত ইব্রাহীম (রাঃ) ।

আর কন্যাগণ ছিলেন-
১ । হযরত জয়নব (রাঃ),
২ । হযরত রােকেয়া (রাঃ),
৩ । হযরত উম্মে কুলসুম (রাঃ) এবং
৪ । হযরত ফাতেমা (রাঃ) ।

হযরত রাসূল (সঃ) - এর পুত্রগণ শৈশবকালেই ইন্তেকাল করেন। ফলে তাদের সম্মন্ধে খুব বেশি তথ্য জানা যায়নি। তাছাড়া তাদের সংখ্যা নিয়েও মতভেদ রয়েছে। হযরত রাসূল (সঃ) - এর তিন পুত্র ছিল। তাঁর দ্বিতীয় পুত্র হযরত আব্দুল্লাহ (রাঃ) - এর উপাধি ছিল ' তাহের ' এবং ' তেীয়ব '। এ কারণে কেউ কেউ বলেন হযরত রাসূল (সঃ) - এর চার পুত্র ছিল। পক্ষান্তরে হযরত রাসূল (সঃ) - এর কন্যাগণ ইসলামী যুগ দেখতে পেয়েছেন এবং মদীনায় হিজরতে অংশ নিয়েছেন। এ কারণে কন্যাদের সম্পর্কে কোন মতভেদ নেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন