Translate

মঙ্গলবার, ১৫ জানুয়ারী, ২০১৯

দৈনিক কোরআন ৮ বার তেলাওয়াতের সওয়াব হাসিলের শিক্ষা দিচ্ছেন সূফী সম্রাট দেওয়ানবাগী (মাঃ আঃ) হুজুর।

আধুনিক সূফীবাদের জনক, মহান সংস্কারক, জামানার মুজাদ্দেদ, সূফী সম্রাট হযরত দেওয়ানবাগী (মাঃ আঃ) হুজুর কেবলাজান এ ব্যস্ত পৃথিবীতে সহজ উপায়ে স্বল্প সময়ে আল্লাহর নৈকট্য লাভের জন্য 'ওয়াজিফা' প্রনয়ণ করেছেন।
এ ওয়াজিফাতে তিনি অতি সহজে স্বল্প সময়ে দৈনিক পবিত্র কোরআন ৮ বার তিলাওয়াতের সওয়াব হাসিলের শিক্ষা দিয়ে থাকেন। তিনি আলোচ্য এ আমলটির নাম দিয়েছেন 'পবিত্র ফাতেহা শরীফ'।

এ আমল করার জন্য আপনাকে পার্থিব যাবতীয় চিন্তামুক্ত হয়ে খেয়াল ক্বালবের মাঝে ডুবিয়ে দিয়ে আদব, ভক্তি, মহব্বত ও আজীজির সাথে নিম্নলিখিত নিয়মে পাঠ করতে হবেঃ

★ ‘আউজুবিল্লাহি মিনাশ শাইতোয়ানির রাজিম’ -১ বার

★ ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’- ১বার

★ 'আস্তাগ ফিরুল্লাহা রাব্বি মিন কুল্লি জামবেউ ওয়াতুবু ইলাইহি’ - ৭ বার

★ 'বিসমিল্লাহির রাহমানির রাহিম’ বলে ’সূরা-ফাতেহা’ (আলহামদু সূরা)-৩ বার

★ 'বিসমিল্লাহির রাহমানির রাহিম’ বলে ’সূরা ইখলাস’ (কুলহু আল্লাহ্ সূরা)-১০ বার

★ 'বিসমিল্লাহির রাহমানির রাহিম’ বলে’ দুরুদে মাহ্দী’ অর্থাৎ নিম্মোক্ত দরুদ শরীফ- ১১ বার পাঠ করবেনঃ

.ﺍﻟﻠﻬﻢ ﺻﻠﻰ ﻋﻠﻰ ﺳﻴﺪ ﻧﺎ ﻣﺤﻤد ﻭﻋﻠﻰ ﺍﻻ ﻣﺎ ﻡ ﻣﻬﺪ ﻯ ﺭﺣﻤﺔ ﻟﻠﻌﻠﻤﻴﻦ ﻭﺍﻟﻪ ﻭﺳﻠﻢ

উচ্চারণঃ “আল্লাহুম্মা ছাল্লে আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিউ ওয়া আলা ইমাম মাহ্দী রাহমাতাল্লিল আলামীন ওয়ালিহি ওয়াছল্লিম”
ভাবার্থঃ “হে আল্লাহ্! রহমেত কামেলা নাযিল কর আমাদের নেতা সৃষ্টিকুলের করুণার আধার হযরত মুহাম্মদ (সঃ) ও ইমাম মাহ্দী এবং তাঁদের পরিবার পরিজনের উপর”।

উল্লেখ্য যে, ৭ বার আসতাগফিরুল্লাহ পাঠ করলে ৭টা দোজখ হতে পরিত্রাণ পাওয়ার জন্য তওবা করা হয়।

২ বার সূরা ফাতিহা পাঠ করলে ১ বার পবিত্র কোরআন তিলাওয়াতের সওয়াব হাসিল হয়, ভুল ত্রুটির জন্য একবার বেশি পড়া হয়।

৯ বার সূরা এখলাস পাঠ করলে ৩ বার পবিত্র কোরআন তিলাওয়াতের সওয়াব হাসিল হয়, ভুল ত্রুটির জন্য একবার বেশি পড়া হয়।

এরপর এ আমলটি কবুলের জন্য দয়াল রাসূল (সঃ) ও ইমাম মাহদী (আঃ) এর উপরে দরূদ শরীফ পাঠ করে মুনাজাত করতে হয়।

ফাতেহা শরীফ বাদ ফজর ও বাদ মাগরিব পাঠ করতে হয়। অর্থাৎ এভাবে বাদ ফজর ৪ খতমের সওয়াব ও বাদ মাগরিব ৪ খতমের সওয়াব মোট ৮ খতম কোরআন তিলাওয়াতের সওয়াব হাসিলের শিক্ষা দেন সূফী সম্রাট দেওয়ানবাগী (মাঃ আঃ) হুজুর কেবলাজান। তার এ শিক্ষা গ্রহন করে অসংখ্য আশেকে রাসূলগন স্বল্প সময়ে পবিত্র কোরআন ৮ বার তিলাওয়াতের সওয়াব হাসিল করে উপকৃত হচ্ছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন