Translate

বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী, ২০১৯

হযরত রাসূল (সঃ) এর মেয়ে হযরত উম্মে কুলসুম (রাঃ) এর পরিচিতি।


হযরত উম্মে কুলসুম (রাঃ)ঃ হযরত উম্মে কুলসুম ৬০৩ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি মা খাদিজাতুল কোবরা (রাঃ) এর গর্ভে জন্মগ্রহণ করেন। হযরত রােকেয়া (রাঃ) এর ইন্তেকালের পর হযরত রাসূল (সঃ) তার তৃতীয় কন্যা হযরত উম্মে কুলসুম (রাঃ) কে হযরত উসমান (রাঃ) - এর সাথে বিয়ে দেন। এজন্য হযরত উসমান (রাঃ) আর একটি উপাধি হয় “জিনুরায়েন” অর্থাৎ দুটি নূরের অধিকারী। হযরত উম্মে কুলসুম (রাঃ) - এর কোন সন্তানাদি জন্মেনি। ৬৩০ খ্রিস্টাব্দে হিজরী নবম সালের শাবান মাসে তিনি ইন্তেকাল করেন।

উল্লেখ যে, হযরত মুহাম্মদ (সঃ) ৩ পুত্র ও ৪ কন্যা সন্তানের জনক ছিলেন। তাঁর পুত্রগণ ছিলেন -
১ । হযরত কাশেম (রাঃ),
২ । হযরত আবদুল্লাহ (রাঃ) ওরফে তাহের (রাঃ) ওরফে তৌয়ব (রাঃ) এবং
৩ । হযরত ইব্রাহীম (রাঃ) ।

আর কন্যাগণ ছিলেন-
১ । হযরত জয়নব (রাঃ),
২ । হযরত রােকেয়া (রাঃ),
৩ । হযরত উম্মে কুলসুম (রাঃ) এবং
৪ । হযরত ফাতেমা (রাঃ) ।

হযরত রাসূল (সঃ) - এর পুত্রগণ শৈশবকালেই ইন্তেকাল করেন। ফলে তাদের সম্মন্ধে খুব বেশি তথ্য জানা যায়নি। তাছাড়া তাদের সংখ্যা নিয়েও মতভেদ রয়েছে। হযরত রাসূল (সঃ) - এর তিন পুত্র ছিল। তাঁর দ্বিতীয় পুত্র হযরত আব্দুল্লাহ (রাঃ) - এর উপাধি ছিল ' তাহের ' এবং ' তেীয়ব '। এ কারণে কেউ কেউ বলেন হযরত রাসূল (সঃ) - এর চার পুত্র ছিল। পক্ষান্তরে হযরত রাসূল (সঃ) - এর কন্যাগণ ইসলামী যুগ দেখতে পেয়েছেন এবং মদীনায় হিজরতে অংশ নিয়েছেন। এ কারণে কন্যাদের সম্পর্কে কোন মতভেদ নেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন