Translate

সোমবার, ১৪ জানুয়ারী, ২০১৯

হযরত রাসূল (সঃ) এর স্ত্রী হযরত মারিয়া (রাঃ) এর পরিচিতি।


হযরত মারিয়া ছিলেন একজন বিধবা খ্রিষ্টান নারী। তিনি মারিয়া আল কিবতিয়া সপ্তম হিজরী সালে। মিশরের শাসনকর্তা মুকাউকিসকে হযরত রাসূল (সঃ) ইসলামের আহ্বান জানিয়ে পত্র লেখেন। পত্রবাহক ছিলেন হাবিত ইবনে আবু বলতা (রাঃ)। মিশরের অধিপতির নিকট পত্রখানা হস্তগত হলে এর বড়ই সম্মান দেখান। যদিও তিনি ইসলাম গ্রহণ করেননি। তথাপি অত্যন্ত বিণয় ও নম্র ভাষায় পত্রের উত্তর দেন। তার বশ্যতার নিদর্শন স্বরূপ মারিয়া ও শিরীন নামক দুইজন খ্রিষ্টান দাসী, একজন গােলাম, দুলদুল নামক একটি ঘােড়া, একটি খচ্চর এবং হাজার মিসকাল সােনা ও কাপড় চোপড় উপঢৌকন হিসেবে হযরত রাসূল (সঃ) - এর খেদমতে পেশ করেন। হযরত মারিয়া কিবরিয়ার পূর্ব নাম ছিল মেরী। হযরত রাসূল (সঃ) তাকে ইসলাম ধর্মে দীক্ষিত করার সময় তার নাম রাখেন মারিয়া কিবতিয়া। মারিয়ার অনুরােধে এবং তাদের প্রতি সম্মান দেখাতে মারিয়া কিবতিয়াকে স্ত্রীর মর্যাদা প্রদান করেন। হযরত মারিয়া (রাঃ) - এর গর্ভে হযরত রাসূল (সঃ) - এর একটি পুত্র সন্তান। জন্মগ্রহণ করেন। তার নাম রাখা হয়েছিল হযরত ইব্রাহীম (রাঃ) । পুত্রটি শিশুকালেই ইন্তেকাল করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন