Translate

শনিবার, ২৬ জানুয়ারী, ২০১৯

হযরত রাসূল (সঃ) - এর সর্বোচ্চ সম্মান ও মর্যাদা সম্পর্কে সূফী সম্রাট দেওয়ানবাগী হুজুরের বক্তব্যঃ


পবিত্র কুরআন ও হাদীসের আলােকে বিশ্বনবী হযরত রাসূল (সঃ) - এর সর্বোচ্চ সম্মান ও মর্যাদা সম্পর্কে সূফী সম্রাট দেওয়ানবাগী হুজুরের বক্তব্যঃ
★ হযরত রাসূল (সঃ) মহান আল্লাহ তায়ালার সর্বশ্রেষ্ঠ বন্ধু।

★ হযরত রাসূল (সঃ) - এর জন্যই আল্লাহ সমস্ত সৃষ্টিরাজি সৃজন করেছেন।

★ হযরত রাসূল (সঃ) - এর দূর থেকেই সমগ্র বিশ্বজাহান সৃষ্টি হয়েছে।

★ হযরত রাসূল (সঃ) হায়াতুন্নবী হিসেবে সর্বকালে বিরাজমান ছিলেন, আছেন ও থাকবেন।

★ হযরত রাসূল (সঃ) গায়েবের সংবাদদাতা ছিলেন বলেই তিনি সুদূর অতীত সম্পর্কে এবং ভবিষ্যতে কেয়ামত কবে ও কিভাবে হবে ইত্যাদির নিখুঁত বর্ণনা দিয়েছেন।

★ হযরত রাসূল (সঃ) সমস্ত নবী ও রাসূলগণের ইমাম (ইমামুল মুরছালিন) হিসেবে প্রেরিত হয়েছেন ।
★ হযরত রাসূল (সঃ) - এর সত্যায়ন ব্যতীত কোন নবী ও রাসূল তার উম্মতের জন্য শাফায়াত করতে পারবেন না।

★ হযরত রাসূল (সঃ) সমগ্র বিশ্বজাহানের জন্য প্রেরিত হয়েছেন। কিন্তু অন্যান্য নবী নিজ নিজ সম্প্রদায়ের জন্য প্রেরিত হয়েছিলেন।

★ হযরত রাসূল (সঃ) - এর উপর দরূদ না পড়লে কারাে ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না।

★ হযরত রাসূল (সঃ) - এর শাফায়াত ছাড়া কারাে মুক্তি হবে না।

★ হযরত রাসূল (সঃ) - কে শ্রদ্ধার সাথে ভাল না বাসলে কেউ মু'মেন হতে পারে না ।

★ হযরত রাসূল (সঃ) - কে আল্লাহ তায়ালা রহমত হিসেবে পাঠিয়েছেন।

★ হযরত রাসূল (সঃ) - এর প্রতি দরূদ ও মিলাদ পড়লে মানুষের বিপদ আপদ, বালা - মুছিবত, রােগ - শোক দূর হয়, আয় - রােজগারে বরকত হয় এবং নবীজীর শাফায়াত পাওয়া যায়।

★ হযরত রাসূল (সঃ) দোজাহানের বাদশাহ। তাঁকে আল্লাহ সকল ধনভাণ্ডারের চাবি দান করেছেন। সুতরাং তিনি গরীব হওয়ার প্রশ্নই ওঠে না।

★ হযরত রাসূল (সঃ) এখনাে তার আশেক উম্মতের বিপদে সাহায্য করে থাকেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন