Translate

শুক্রবার, ১১ জানুয়ারী, ২০১৯

হযরত রাসূল (সঃ) এর স্ত্রী হযরত হিন্দ বিনতে উম্মে সালমা (রাঃ) এর পরিচিতি ।


হযরত উম্মে সালমা (রাঃ) - ৫৯৬ খৃষ্টাব্দে হেজাজ নগরীতে জন্মগ্রহণ করেন। পিতার নাম আবি উমাইয়া আর মাতার নাম ছিল হিন্দা। তিনি অতি উচ্চ ও সম্মানিত বংশের কন্যাছিলেন। প্রথম বিবাহ হয় তার চাচাতো ভাই ইবনে আসাদের সাথে। ইসলামের প্রাথমিক অবস্থায় তারা গােপনে ইসলাম ধর্মগ্রহণ করেন। ওহুদের যুদ্ধে আবু সালমা তীরবিদ্ধ হয়। কিছুদিন চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে যান। অতঃপর তিনি কতন' এলাকার সেনাপতির দায়িত্ব নিয়ে যুদ্ধে যান। এবার বড় আকারের আঘাত এসে তার গায়ে লাগে। ঐ বছরই তিনি ইন্তেকাল করেন। উম্মে সালমা (রাঃ) - এর স্বামীর মৃত্যুতে হযরত রাসূল (সঃ) খুবই মর্মাহত হন। আবু সালমা (রাঃ) - এর ওফাতের সময় উম্মে সালমা (রাঃ) অন্তসত্ত্বা ছিলেন। বেশ কিছুদিন পূর্ণ হওয়ার পর তার দরিদ্র ও অসহায়তার বিষয়। বিবেচনা করে হযরত আবুবকর (রাঃ) তাঁকে বিবাহের প্রস্তাব দেন। কিন্তু উম্মে সালমা (রাঃ) অসম্মতি প্রকাশ করেন। এক বর্ণনায় জানা যায় যে, হযরত ওমর (রাঃ) ও তাকে বিয়ে করার প্রস্তাব দেন তাও তিনি প্রত্যাখ্যান করেন। উম্মে সালমা তার ছােট ছােট ইয়াতিম সন্তানাদির লালন - পালনের জন্য একজন অভিভাবকের প্রয়ােজনীয়তা অনুভব করেন। অবশেষে উম্মে সালমা হযরত রাসূল (সঃ) - এর নিকট বিয়ের প্রস্তাব দেন। তখন হযরত রাসূল (সঃ) আল্লাহপাকের নির্দেশে উম্মে সালমাকে বিয়ে করেন। হযরত উম্মে সালমা (রাঃ) - কে বিয়ে করার পর থেকেই তার পিতা আবু উমাইয়া ও মাতা হিন্দা হযরত রাসূল (সঃ) - এর সাথে শত্রুতা বন্ধ করে। পরবর্তীতে তারাও দল - বল সহকারে ইসলাম গ্রহণ করেন। তিনি ৬৮৩ খৃষ্টাব্দে ওফাত লাভ করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন