Translate

বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী, ২০১৯

হযরত রাসূল (সঃ) এর মেয়ে হযরত রোকেয়া (রাঃ) এর পরিচিতি।


হযরত রােকেয়া (রাঃ)ঃ হযরত রােকেয়া ( রাঃ ) তাঁর বােন হযরত জয়নাব (রাঃ) - এর তিন বছরের ছােট ছিলেন। বয়োঃপ্রাপ্ত হলে আবু লাহাবের পুত্র ওতবার সাথে তার বিয়ে হয়। আবু লাহাবের আর এক পুত্রের সাথে হযরত রােকেয়া (রাঃ) - এর ছােট বােন হযরত উম্মে কুলসুম (রাঃ) - এর বিয়ে হয়। যখন পবিত্র কুরআনের সূরা লাহাব নাজিল হয় তখন আবু লাহাব হযরত রাসূল (সঃ) - এর প্রতি রাগান্বিত হয়ে তার উভয় পুত্রকে বলেন, তােমাদের স্ত্রীদেরকে তালাক দাও। মুহাম্মদের কন্যাদেরকে তালাক না দিলে আমি তােমাদের মুখ দর্শন করবাে না। তারা নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও হযরত রাসূল (সঃ) - এর দুই কন্যাকে তালাক দিতে বাধ্য হয়। এ উভয় মেয়ের বিয়েই বাল্যকালে সম্পন্ন হয়েছিল। তখনও তাদের কোন সন্তানাদি জন্মে নাই। অতঃপর মক্কা বিজয়ের পরে ওতবা ইসলাম গ্রহণ করে। ওতবা হযরত রােকেয়া (রাঃ) - কে তালাক দেয়ার পর হযরত রাসূল (সঃ) তাকে হযরত উসমান (রাঃ) - এর সাথে বিয়ে দেন। হযরত উসমান (রাঃ) আবিসিনিয়া হিজরত করার সময় হযরত রােকেয়া (রাঃ) - কেও সাথে নিয়ে যান। তৎপর হযরত রাসূল (সঃ) মদীনা হিজরত করার পরে হযরত উসমান (রাঃ) তাঁর স্ত্রী হযরত রােকেয়া (রাঃ) - কে সাথে নিয়ে মদীনা চলে যান। হযরত রাসূল (সঃ) যখন বদরের যুদ্ধে যান তখন হযরত রােকেয়া (রাঃ) কঠিন অসুখে আক্রান্ত হয়ে শয্যা শায়িনী ছিলেন। সেজন্য তাকে দেখাশুনা করার জন্য হযরত উসমান (রাঃ) যুদ্ধে যেতে পারেন নি। হযরত রাসূল (সঃ) বদরের যুদ্ধ থেকে ফিরে আসার পূর্বেই হযরত রােকেয়া (রাঃ) ইন্তেকাল করেন। আবিসিনিয়ায় অবস্থানকালে হযরত উসমান (রাঃ) - এর ঔরসে হযরত রােকেয়া (রাঃ) - এর একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল, তার নাম রাখা হয়েছিল আবদুল্লাহ। হযরত রোকেয়া (রাঃ) এর ইন্তেকালের কিছুদিন পরেই তিনিও মৃত্যুমুখে পতিত হন।

উল্লেখ্য যে, হযরত মুহাম্মদ (সঃ) ৩ পুত্র ও ৪ কন্যা সন্তানের জনক ছিলেন। তাঁর পুত্রগণ ছিলেন -
১ । হযরত কাশেম (রাঃ),
২ । হযরত আবদুল্লাহ (রাঃ) ওরফে তাহের (রাঃ) ওরফে তৌয়ব (রাঃ) এবং
৩ । হযরত ইব্রাহীম (রাঃ) ।

আর কন্যাগণ ছিলেন-
১ । হযরত জয়নব (রাঃ),
২ । হযরত রােকেয়া (রাঃ),
৩ । হযরত উম্মে কুলসুম (রাঃ) এবং
৪ । হযরত ফাতেমা (রাঃ) ।

হযরত রাসূল (সঃ) - এর পুত্রগণ শৈশবকালেই ইন্তেকাল করেন। ফলে তাদের সম্মন্ধে খুব বেশি তথ্য জানা যায়নি। তাছাড়া তাদের সংখ্যা নিয়েও মতভেদ রয়েছে। হযরত রাসূল (সঃ) - এর তিন পুত্র ছিল। তাঁর দ্বিতীয় পুত্র হযরত আব্দুল্লাহ (রাঃ) - এর উপাধি ছিল ' তাহের ' এবং ' তেীয়ব '। এ কারণে কেউ কেউ বলেন হযরত রাসূল (সঃ) - এর চার পুত্র ছিল। পক্ষান্তরে হযরত রাসূল (সঃ) - এর কন্যাগণ ইসলামী যুগ দেখতে পেয়েছেন এবং মদীনায় হিজরতে অংশ নিয়েছেন। এ কারণে কন্যাদের সম্পর্কে কোন মতভেদ নেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন