Translate

শনিবার, ১৯ জানুয়ারী, ২০১৯

আশেকে রাসূল (সঃ) মিলাদ মাহফিলে- ১২০০ লোকের খাবার খেল ২৫০০ জন লোক।


আশেকে রাসুল দানেস ইবনে আলীমুদ্দিন, ঢাকা জেলার দোহারের অধিবাসী। ২০১০ সালের এপ্রিল মাসের ঘটনা। তিনি দেওয়ানবাগ শরীফে আয়ােজিত বাৎসরিক বিশ্ব আশেকে রাসূল (সঃ) সম্মেলনের প্রচার ও দাওয়াতকল্পে এলাকায় আশেকে রাসূল (সঃ) মিলাদ মাহফিলের আয়ােজন করেছিলেন।তিনি এক হাজার থেকে বারােশ' মানুষ খেতে পারে এ পরিমাণ তাবারুক রান্না করেন। কিন্তু মহান রাব্বুল আলামীনের অপার দয়ায় বিভিন্ন এলাকা থেকে অসংখ্য লােক স্বতঃস্ফূর্তভাবে বিশ্বনবী হযরত রাসূল (সঃ) - এর শানে আয়ােজিত এ মাহফিলে অংশগ্রহণ করে। বাদ এশা প্রধান বক্তা মঞ্চে আসলে পুরুষ প্যান্ডেল ও মহিলা প্যান্ডেল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। তখন গণনা করে দেখেন প্রায় দু হাজার পাঁচশ ’ লােকের সমাগম হয়ে গেছে। তিনি তখন বিপাকে পড়ে যান। হাজার-বারােশ' লােকের তাবারুক দিয়ে আড়াই হাজার লােককে কিভাবে খাওয়াবেন? এ চরম বিপদে মােরাকাবায় বসে তিনি তার মহান মুর্শেদের উসিলা ধরে আল্লাহর সাহায্য প্রার্থনা করেন। মুর্শেদের উসিলা ধরে সাহায্য চাওয়ায় আল্লাহর পক্ষ থেকে তাবারুকে বরকত আসে।অতঃপর নির্ধারিত সময়ে তাবারুক বিতরণ শুরু করে। অবিশ্বাস্য হলেও সত্য যে, মাহফিলে উপস্থিত আড়াই হাজার লােকে তৃপ্তির সাথে আহার করার পরও অনেক তাবারুক বেঁচে যায়, যা আরাে প্রায় দেড়শ, লােকে আহার করতে পারতাে। এভাবেই সেদিন তারা আল্লাহ ও আল্লাহর বন্ধুর অবারিত বরকত প্রত্যক্ষ করেছিলেন। হযরত রাসূল (সঃ) - এর বরকতের ধর্ম মােহাম্মদী ইসলাম দেওয়ানবাগ শরীফ থেকে প্রচার করা হচ্ছে এ ঘটনার মাধ্যমে তা প্রমাণিত হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন