Translate

শুক্রবার, ১১ জানুয়ারী, ২০১৯

হযরত রাসূল (সঃ) এর স্ত্রী হযরত জয়নব বিনতে খোজাইমা (রাঃ) এর পরিচিতি।


হযরত জয়নব বিনতে খােজাইমা (রাঃ) - এর ডাক নাম ছিল উম্মুল মাসাকীন, এর অর্থ হলাে - মিসকীনদের মা। তার আসল নাম ছিল জয়নব। তার জন্ম ৫৯৫ খ্রীস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি অতি আনন্দের সাথে গরীব মিসকীনদের আহার করাতেন। এ জন্য ইসলাম গ্রহণের আগেই তিনি সর্বসাধারণের কাছে উম্মুল মাসাকীন নামে প্রসিদ্ধি লাভ করেন। প্রথমে হযরত রাসূল (সঃ) - এর ফুফাতাে ভাই হযরত আবদুল্লাহ ইবন জহশ (রাঃ) - এর সাথে তার বিবাহ হয়। হযরত আবদুল্লাহ ইবন জহশ (রাঃ) তৃতীয় হিজরীতে ওহুদ যুদ্ধে শহীদ হন।কাফেররা নাক, কান প্রভৃতি অঙ্গ প্রত্যঙ্গ কেটে তার মৃত দেহকে বিকলাঙ্গ করেছিল। এ সংবাদ শুনে হযরত জয়নব (রাঃ) অত্যন্ত মর্মাহত হয়েছিলেন। হযরত আবদুল্লাহ ইবন জহশ (রাঃ) শহীদ হওয়ার পর তৃতীয় হিজরীতে হযরত রাসূল (সঃ) - এর সাথে তার বিবাহ হয়। বিবাহের কিছুদিন পরেই তিনি চতুর্থ হিজরীতে তিনি ইন্তেকাল করেন। হযরত রাসূল (সঃ) জীবিত থাকাকালে প্রথমে হযরত খাদীজা (রাঃ) তৎপর হযরত জয়নব (রাঃ) ইন্তেকাল করেন। এছাড়া আর কোন পত্নী হযরত রাসূল (সঃ) - এর জীবদ্দশায় ইন্তেকাল করেননি। হযরত রাসূল (সঃ) তার জানাজা পড়ান এবং জান্নাতুল বাকি কবরস্থানে তাকে দাফন করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন